News71.com
 Bangladesh
 16 Nov 20, 07:07 PM
 805           
 0
 16 Nov 20, 07:07 PM

৭২ বছর পর সিলেটে বন বিভাগের ১৩ হাজার একর জমি উদ্ধার॥

৭২ বছর পর সিলেটে বন বিভাগের ১৩ হাজার একর জমি উদ্ধার॥

নিউজ ডেস্কঃ ৭২ বছর পর সিলেটে উদ্ধার হলো বন বিভাগের ১৩ হাজার একর জমি। সাত বছর আগে করা এক রিটের রায়ে এ আদেশ দেন হাইকোর্ট। দেশ বিভাগের পর ভারত থেকে আসা লোকজন এসব জমি দখল করে রেখেছিলেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। রায়কে স্বাগত জানিয়ে অ্যাটর্নি জেনারেল বলছেন, বন দখলের মামলাগুলো দ্রুত দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে।১৯৪৯ সালে দেশভাগের সময় ভারত থেকে সিলেটে আশ্রয় নেয় কয়েকশ’ শরণার্থী। গত সাত দশকে ক্রমেই তারা দখলে নেয় জৈন্তাপুর ও আসামপাড়ার ১৩ হাজার জমি। ১৯৮৫ সালে বাংলাদেশ সরকার এ জমিকে সংরক্ষিত বন ঘোষণা করলে, বিরোধিতা করেন এসব শরণার্থী।দখলসূত্রে তারাই এসব ভূমির মালিক, এমন দাবিতে ২০১২ ও ১৩ সালে হাইকোর্টে সরকারি গেজেটকে চ্যালেঞ্জ করে রিট করেন ১৯ শরণার্থী। দীর্ঘ ৭ বছর ধরে আইনি লড়াই শেষে সোমবার হাইকোর্ট ১৩ হাজার একর জমির মালিকানা বন বিভাগকে ফিরিয়ে দেয়ার আদেশ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন