News71.com
 Bangladesh
 25 Nov 20, 07:44 PM
 742           
 0
 25 Nov 20, 07:44 PM

সুনামগঞ্জে ৪৭ মামলা আপোষে নিষ্পত্তি।।

সুনামগঞ্জে ৪৭ মামলা আপোষে নিষ্পত্তি।।

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে ৪৭ টি নারী নির্যাতন মামলার রায় দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন। বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় মামলার বাদী-বিবাদীদের উপস্থিতিতে এ রায় দেন তিনি।স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আপোষ মীমাংসায় ও বিচারপ্রার্থীদের দুর্ভোগ কমাতে আদালতের বিচারক, আইনজীবী ও মামলার বাদী-বিবাদীর সঙ্গে কথা বলে শান্তিপূর্ণ পরিবেশে সংসার ধর্ম পালন, যৌতুক দাবি না করা, অত্যাচার নির্যাতন না করা, পারিবারিক পরিবেশে আলোচনার মাধ্যমে সংসারে বিরোধ মেটানোসহ পৃথক ছয় শর্তে মামলা আপোষ নিষ্পত্তি হয়।যুগান্তকারী এ রায়ে ৪৭টি মামলায় জড়িত ৯৪টি পরিবার মামলা থেকে পরিত্রাণ পেল। এছাড়া পরিবারগুলোর শিশু-কিশোর ফিরে পাবে বাবা-মায়ের আদর। মামলার বাদী-বিবাদীরা জানান, আপোষ মীমাংসার মাধ্যমে মামলা শেষে তারা আবারও পরিবার পরিজনকে সঙ্গে নিয়ে এক সাথে বসবাস করতে পারবেন।আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ কামাল হোসেন বলেন, পারিবারিক বিরোধ আপোষ নিষ্পত্তি করতে জনগণকে ন্যায় বিচার ও পরিবারের সুখ-সমৃদ্ধি ফিরিয়ে দিতে এটি একটি অনন্য উদাহরণ হয়ে থাকবে। মামলার বাদী-বিবাদীরা আদালতের রায় পেয়ে খুব সন্তুষ্ট হয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন