নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মায়ের আঙুল কেটে দিয়েছে বখাটেরা। এরপর মামলা হলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ৬ জনকে আসামি করে ২৯ নভেম্বর ছাতক থানায় মামলা দায়ের করেন নির্যাতনের শিকার ওই নারীর দেবর।মঙ্গলবার (০১ ডিসেম্বর) ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো নাজিম উদ্দিন জানান, আসামিদের গ্রেফতারে পুলিশের দুটি টিম মাঠে কাজ করছে। বখাটেরা মেয়েটির মায়ের আঙুল কেটে দিয়েছেম এটা সত্যি খুব দুঃখজনক ঘটনা। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে, যে কোনো সময় গ্রেফতার হবে আশা করি।মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের শ্যামনগর গ্রামের সৌদি আরব প্রবাসীর স্ত্রী গোবিন্দগঞ্জে যাওয়ার জন্য তার স্কুলপড়ুয়া মেয়েকে নিয়ে শনিবার (২৮ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে বের হন। রাস্তার অপরপাশে দাঁড়িয়ে থাকা একই গ্রামের আবদুল মান্নানের ছেলে আনোয়ার ও মৃত. মসই আলীর ছেলে মিন্টু মিয়া স্কুলপড়ুয়া মেয়েটিকে উত্ত্যক্ত করছিল।এসময় মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করেন মা। এসময় বখাটেরা ওই নারীর ওপর হামলা চালিয়ে তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নেয়। তারা ওই নারীকে টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করে ডান হাতের হাড় ভেঙে ফেলে ও একটি আঙুল কেটে দেয়। আহত অবস্থায় ওই নারীকে প্রথমে ছাতক কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।