News71.com
 Bangladesh
 01 Mar 21, 09:11 PM
 780           
 0
 01 Mar 21, 09:11 PM

সুনামগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস।। বিকট শব্দে আতঙ্কিত গ্রামবাসী

সুনামগঞ্জে নির্মাণাধীন সেতুর গার্ডার ধস।। বিকট শব্দে আতঙ্কিত গ্রামবাসী

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জে নির্মাণাধীন কুন্দানালা সেতুর একটি গার্ডার লাগানোর সময় পুরো সেতুর দুই পাশের আরও ৪টি গার্ডার ধসে পড়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। ব্রিজ মেরামতের কাজ শুরু করতে অন্তত একমাস সময় লাগবে বলে জানিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। রোববার রাতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ভাতগাঁও গ্রামের পাশে কুন্দানালা খালের নির্মাণাধীন সেতুতে গার্ডার লাগানোর সময় একটি গার্ডার ধসে যায়। পরে সেতুতে থাকা সবগুলো গার্ডার বিকট শব্দ করে খালে দেবে যায়। স্থানীয়দের অভিযোগ কাজের নিম্নমানের কারণে এমনটা হয়েছে।

 

এলাকাবাসী জানায়, বিকট শব্দ শুনে আমরা এলাকার মানুষ আতঙ্কে ছিলাম। পরে এসে দেখি ব্রিজটা ভেঙ্গে পড়েছে। দুর্বল কাজ করার কারণে ব্রিজ ভেঙ্গে পড়েছে বলছে স্থানীয়রা। দুইটি প্যাকেজে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ-আউসকান্দি আঞ্চলিক সড়ক নির্মাণ প্রকল্পে মোট ১১০ কোটি টাকা ব্যয়ে ৭টি ব্রীজের নির্মাণ কাজ পায় এম এম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ার লিমিটেড। তাদের দাবি, হাইড্রোলিক জ্যাকের তার ফেঁটে গিয়ে এমন দুর্ঘটনা ঘটেছে। কাজে কোন ধরনের অনিয়মের কথা অস্বীকার করেন তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন