নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় স্টাইল করে চুল ও দাড়ি কাটার অপরাধে ৫ তরুণকে পিটিয়ে মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার এক তরুণ ৯৯৯ নম্বরে ফোন করে অভিযোগ জানালে, জগন্নাথপুর থানা পুলিশ শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করে। শনিবার (১৩ মার্চ) জগন্নাথপুর থানায় নির্যাতিত এক তরুণ বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ গ্রেফতারকৃতদের শনিবার জেল হাজতে পাঠিয়েছে।
এলাকাবাসী ও জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়, উপজেলার ২নং পাটলী ইউনিয়নের সমসপুর গ্রামের পরিমল শব্দ করের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তার ভাতিজা ভূবেশ কর, সুবেন্দ্র কর, সুবাস কর, নয়ন কর ও ভাই হৃদয় কর, প্রতিবেশী তরুণ আনসার সদস্য লিপন দাস রসুলগঞ্জ বাজারের লোকনাথ হেয়ার ডেসারে শুক্রবার সন্ধ্যায় চুল ও দাড়ি কাটছিল। এসময় সেলুনে আসা মইজপুর গ্রামের সিরাজ মিয়া, লোহারগাঁও গ্রামের ফুল মিয়া, পাটলী চক গ্রামের আনর মিয়া, আব্দুল্লাহপুর গ্রামের শাহীন মিয়া, পাটলী চক গ্রামের আতাউর রহমান ও আনর মিয়া তাদেরকে স্টাইল করে চুল কাটা এবং হিন্দু ছেলে দাড়ি রাখছে কেন, বলে বিদ্রূপ ও কটূক্তি করে। এনিয়ে কথা কাটাকাটি হলে যুবকদের পিটিয়ে জোরপূর্বক মাথা ন্যাড়া করে দাড়ি ফেলে দেয়া হয়।