নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম বাপ্পা মিয়া (৩০)। তিনি বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। আজ শনিবার (২০ মার্চ) ভোর ৩টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে ওই যুবকের মরদেহ পাওয়া যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন। তিনি আরও বলেন, বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে।