নিউজ ডেস্কঃ হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা কর্মীদের ব্যাপক সংঘর্ষে ১০ পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে ২১ রাউন্ড টিয়ার সেল ও ১০০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। শনিবার (২৭ মার্চ) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে আটক করে পুলিশ। এর আগে হবিগঞ্জ শহরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, শনিবার যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হেফাজতের কর্মীদের নিহতের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় নেতাকর্মীরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে অন্তত ১০ পুলিশ আহত হয়েছেন। এছাড়া পুলিশের রাবার বুলেটে ও লাঠিচার্জে অন্তত ১০ নেতাকর্মী আহত হন। সংঘর্ষের সময় পুলিশ ৮ নেতা-কর্মীকে আটক করেছে।