নিউজ ডেস্কঃ ভারত থেকে চোরাই পথে হবিগঞ্জে আনা ৪ হাজার ৪৫০ কেজি চা পাতাসহ সুমন কর্মকার (২৪) নামে এক তরুণকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। চা পাতাসহ তাকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে। রোববার (২৮ মার্চ) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করা হয়। তিনি উপজেলার বেগম খাঁন চা বাগানের মন্টু কর্মকারের ছেলে।
রোববার রাতে র্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা ও সহকারী পুলিশ সুপার ওবাইন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, চা পাতাগুলো ভারত থেকে চোরাই পথে দেশে আনা হয়েছে। বস্তায় ভরে দুইটি পিকআপ ভ্যানে নিয়ে এগুলো পাচার করা হচ্ছিল। র্যাব দেওরগাছ এলাকায় ইট ভাটার সামনে থেকে চা পাতাসহ সুমনকে আটক করেছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলাম ও ক্যাম্পটির কোম্পানি কমান্ডার বসু দত্ত চাকমা। এ বিষয়ে মামলা হয়েছে।