নিউজ ডেস্কঃ লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১৫৪ জনকে এক লাখ ৬৯ হাজার ১০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) লকডাউনের প্রথম দিনে সিটি করপোরেশন, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ১৫৪ জনের কাছ থেকে এ জরিমানা আদায় করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক না পরা, নির্দেশনা অমান্য করে গণপরিবহন চালনা, রেস্টুরেন্টে বসে খাবার গ্রহণ ও বিক্রি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রয়ে দোকানপাট সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা থাকলেও এ নির্দেশনা না মানার অভিযোগে মামলা ও জরিমানা করা হয়।