News71.com
 Bangladesh
 08 Apr 21, 05:37 PM
 657           
 0
 08 Apr 21, 05:37 PM

হবিগঞ্জের বাহুবলে পেট্রোবাংলার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড॥

হবিগঞ্জের বাহুবলে পেট্রোবাংলার তেল শোধনাগারে অগ্নিকাণ্ড॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় পেট্রোবাংলার তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছেন। তবে তেল শোধনাগারে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। বুধবার (৭ এপ্রিল) রাত ১১টার দিকে তেল শোধনাগারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সূত্রে জানা গেছে, গত ১৫ দিন ধরে বাহুবল উপজেলার বড়গাঁও এলাকায় পেট্রোবাংলার তেল শোধনাগারে পরীক্ষামূলক কার্যক্রম চলছিল। বুধবার রাত ১১টার দিকে তেল শোধনাগারে মাটির নিচ থেকে স্থায়ীভাবে উঠতে থাকা আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা তালুকদার বলেন, তেল শোধনাগারের মাটির নিচ থেকে স্থায়ীভাবে আগুনের ফুলকি উঠতে থাকে। সেই ফুলকি থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে রাত ১টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় তেল শোধনাগারে কর্মরত তিনজন সামান্য আহত হয়েছেন। আগুনে কোনো যন্ত্রপাতি অথবা স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন