নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পানছড়ি আশ্রায়ণ প্রকল্পের দশটি ঘর আগুনে পুড়ে গেছে। বুধবার (৭ এপ্রিল) রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আটটায় চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পানছড়ি আশ্রায়ণ প্রকল্পের একটি ঘরে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়লে আরও দশটি ঘর পুরে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুনে আশ্রায়ণ প্রকল্পের দশটি পরিবারের ঘরসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। এ বিষয়ে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সত্যজিত রায় দাশ জানান, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লেগে আশ্রায়ণ প্রকল্পের একটি ব্যারাকে থাকা দশটি ঘর পুড়ে গেছে। ঘরগুলো পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।