News71.com
 Bangladesh
 24 Apr 21, 09:28 PM
 640           
 0
 24 Apr 21, 09:28 PM

মৌলভীবাজারে চলছে বোরো ধান কাটার ধুম।।

মৌলভীবাজারে চলছে বোরো ধান কাটার ধুম।।

 

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখায় বোরো ধান কাটার ধুম লেগেছে। মাঠের সোনালি ধান কাটা ও মাড়াইয়ের কাজে এখন ব্যস্ত সময় পার করছেন কিষান-কিষানিরা। ধান ঘরে তোলা নিয়ে চারদিকে এখন উৎসবের আমেজ। বাতাসে পাকা ধানের ম-ম গন্ধ। এবার বোরোতে ২৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে লক্ষ্য ছাড়িয়ে যাওয়ার আশা করছে কৃষি বিভাগের।

ইতোমধ্যে হাকালুকি হাওরসহ উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৬৫ শতাংশ পাকা ধান কাটা হয়ে গেছে। তবে প্রাকৃতিক দুর্যোগে পুরো বোরো ফসল যেন নষ্ট না হয়, সেজন্য বড়লেখার উপজেলার হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় মাইকিং চলছে। বড়লেখা উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে এই মাইকিং করানো হচ্ছে। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, বড়লেখায় এবার ৪ হাজার ৯৩০ হেক্টর জমিতে বোরোর আবাদ করা হয়েছে। ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৫ হাজার মেট্রিক টন। বোরোর বেশিরভাগ আবাদ হয়েছে হাকালুকি হাওরপারের তালিমপুর, বর্ণি ও সুজানগর ইউনিয়ন এলাকায়। অনুকূল আবহাওয়ার কারণে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ভাল ফলন হওয়ায় কৃষকের মুখেও হাসি ফুটেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন