News71.com
 Bangladesh
 10 Jun 21, 06:31 PM
 26           
 0
 10 Jun 21, 06:31 PM

সিলেটে দফায় দফায় ভূমিকম্প।। শাবিতে জরুরি বৈঠক

সিলেটে দফায় দফায় ভূমিকম্প।। শাবিতে জরুরি বৈঠক

 

 

নিউজ ডেস্কঃ সিলেটে গত দুই সপ্তাহ ধরে দফায় দফায় ভূমিকম্পের ফলে আতঙ্কে আছেন নগরবাসী। পাশাপাশি উদ্বেগে আছেন নগরভবন কর্তৃপক্ষ, প্রশাসন ও সংশ্লিষ্ট সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে বুধবার (০৯ জুন) বিকেলে সিলেটে সিটি করপোরেশনের (সিসিক) উদ্যোগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

বৈঠকে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. নুর আজিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং শাবিপ্রবির সিভিল ও পেট্রোলিয়াম মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন