নিউজ ডেস্কঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় প্রাকৃতিক টিলা কাটায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাধানগর এলাকার সরকারি খাস জমির টিলার মাটি কেটে গৃহ নির্মাণ করার খবর পেয়ে উপজেলা প্রশাসন উপস্থিত হন এবং সেখান থেকে এক নারীকে মাটি কাটার অপরাধে ২০ হাজার টাকা করা হয়। একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় নার্গিস বেগম ও তার স্বামী ইউনুছ আলীর নেতৃত্বে কিছু লোক টিলা কেটে গৃহ নির্মাণ করছে। বিষয়টি অবগত হয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেসার উদ্দিন পুলিশের একটি টিম নিয়ে মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় দেখতে পান নার্গিস বেগমের নেতৃত্বে কিছু লোক টিলার মাটি কাটছে এবং কিছু লোক নিয়ে বাশেঁর খুঁটি দিয়ে গৃহনির্মাণ করছে। সহকারী কমিশনার তৎক্ষণাৎ এসব কাজ বন্ধ করে পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ধারায় নারীকে ২০ হাজার টাকা জরিমানা করেন।