নিউজ ডেস্কঃ দিনভর আকাশে ছিল সাদা মেঘের ভেলা। কখনো রোদ, কখনো বৃষ্টি। একটু-আদটু বৃষ্টির ছিটেফোটা দেখা মিলে। দিনভর এমন আবহাওয়া ছিল সিলেটের আকাশে। কিন্তু রাতের আকাশ যেন রীতিমতো আর্তনাদ করে চলছিল। অন্ধকার গগনে বিদ্যুৎ গতিতে বিজলি চমকানো। সঙ্গে অঝোরে ঝরছে বৃষ্টি। যেন আকাশের কান্নায় ভাসছে ধরণী। আষাঢ়ের টানা বৃষ্টিতে ডুবেছে নগরের পথঘাট। মঙ্গলবার (৬ জুলাই) দিনগত রাত ৯টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হয় সিলেটে। রাত সাড়ে ১২টায়ও যেন থামার কোনো লক্ষণ ছিল না। আষাঢ়ের প্রকৃতি যেন আপন খেয়ালে বৃষ্টি ঝরাচ্ছে। আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানালেন, দিনভর যে বৃষ্টি হয়েছে তা এক মিলিমিটারেরও কম। তা হিসেবে পড়ে না। কিন্তু রাত ১২টা পর্যন্ত ৩ ঘণ্টার ব্যবধানে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে রাতের বৃষ্টিতে নগরের অধিকাংশ সড়কে পানি জমেছে। সড়কের পানি মাড়িয়ে বৃষ্টিতে ভিজে অনেককে চলাচল করতে দেখা গেছে। মুষলধারায় বৃষ্টির কারণে নগরের অনেক এলাকা ছিল বিদ্যুৎহীন বিদঘুটে অন্ধকার। রাত দেড়টার পরও অঝোর ধরায় বৃষ্টি ঝরছিল।