News71.com
 Bangladesh
 10 Jul 21, 11:16 AM
 917           
 0
 10 Jul 21, 11:16 AM

সিলেটে মধ্যরাতে বহুতল ভবনে আগুন॥

সিলেটে মধ্যরাতে বহুতল ভবনে আগুন॥

নিউজ ডেস্কঃ সিলেট নগরের উপশহরে বহুতল ভবন স্প্রিং টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ জুলাই) মধ্যরাত ১২টার দিকে নগরের উপশহর ই-ব্লকে অবস্থিত টাওয়ারটির ৮ তলার একটি ফ্ল্যাটে টেলিভিশন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ভবনের নিরাপত্তাবিষয়ক ইনচার্জ মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, তাৎক্ষণিক ভবনের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে আগুন লাগার ঘটনায় ভবনের বাসিন্দারা আতঙ্কে ফ্ল্যাট ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। এরপর তারা পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে ভবনটি রক্ষা পেয়েছে। দমকল বাহিনী সিলেটের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেনি। ভবনের ৮ তলার একটি ফ্ল্যাটে বিদ্যুতের শর্ট সার্কিটে টেলিভিশন বিস্ফোরিত হয়ে আগুন লাগার ঘটনাটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন