নিউজ ডেস্কঃ সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা। বিভাগজুড়ে দেখা দিচ্ছে ভয়াবহতার চিত্র। অতীতের দিনগুলোতে আক্রান্তের সংখ্যাকে ছাড়িয়ে যাচ্ছে একের পর এক। এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরও ৫৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে পাঁচজনের। এর আগে গত রোববার (১১ জুলাই) সিলেটে ৬০২ জনের করোনা শনাক্ত হয়েছিল, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড ছিল।নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪১ জন, মৌলভীবাজারের ১২৫ জন, সুনামগঞ্জের ২৫ জন, হবিগঞ্জের ৭৬ জন।এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন ৭৩ জনের করোনা শনাক্ত হয়। আর মারা যাওয়া পাঁচজনের চারজনই সিলেট জেলার ও একজন হবিগঞ্জের বাসিন্দা। আক্রান্তদের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর ৭৬ জন সদস্য রয়েছেন।
মঙ্গলবার (১৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে এ বছরের ১৩ জুলাই পর্যন্ত বিভাগে ৫৩৪ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এরমধ্যে সিলেট জেলার ৪৩০ জন, সুনামগঞ্জের ৩৯ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ৪০ জন। এ যাবত সিলেট বিভাগে করোনা আক্রান্ত হন ৩০ হাজার ৪৫৮ জন। এরমধ্যে শুধুমাত্র সিলেট জেলায় ১৭ হাজার ৫১৮ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৩৯৯ জন, হবিগঞ্জে ৩ হাজার ২৮৬ জন ও মৌলভীবাজারে ৩ হাজার ৮১৬ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি অবস্থায় ২ হাজার ৪৩৯ জনের করোনা আক্রান্ত শনাক্ত হয়।