নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ আড়াইশ’ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৪ চিকিৎসক ও ৪ সিনিয়র স্টাফ নার্স করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তারা আক্রান্ত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) হাসপাতালের উপপরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন। আক্রান্ত চার চিকিৎসক হলেন-ডা. জহর লাল দাস, ডা. শ্যামল চন্দ্র বর্মণ, সৈকত দাস, লিপিকা রানী দাস।ডা. আনিসুর রহমান জানান, রোগীদের চিকিৎসা দেওয়ার সময় তারা আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা সবাই আইসোলেশনে রয়েছেন। শারীরিক অবস্থা ভালো রয়েছে। হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। এদিকে জেলার ১১ টি উপজেলায় নতুন করে করোনা ভাইরাসে আরও ৪৬ জন আক্রান্ত হয়েছে। সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ১৭ জন ও জগন্নাথপুর উপজেলায় ১৫ জন। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১১৯ জনের। এখন পর্যন্ত আইসোলেশনে আছেন ৮৪৫ জন। ২০২০ সালের এপ্রিল মাস থেকে শনিবার পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ১৩ জন।