নিউজ ডেস্কঃ পবিত্র ঈদুল আজহার পর একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু দেখলো সিলেট। আক্রান্ত হয়েছেন আরো ৪৪০ জন। এ নিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা ৬১৭ জনে পৌঁছেছে। আর আক্রান্ত হয়েছেন মোট ৩৫ হাজার ৬৪৬ জন। রোববার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের ৬ জনই সিলেট জেলার, ৩ জন মৌলভীবাজারের এবং একজন সুনামগঞ্জের বাসিন্দা। আর নতুন করে আক্রান্ত ৪৪০ জনের মধ্যে সিলেট জেলার ২৪৩ জন, সুনামগঞ্জের ৭৮ জন, হবিগঞ্জের ৬৩ এবং সুনামগঞ্জের ৩৩ জন। এছাড়াও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে সিলেটের চার জেলার আরো ২৩ জনের করোনা শনাক্ত হয়। সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা ৩৫ হাজার ৬৪৬ জন। এরমধ্যে সিলেটের ১৯ হাজার ৯৫০ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৯৭৯ জন, হবিগঞ্জের ৪ হাজার ৮১ ও মৌলভীবাজারের ৪ হাজার ৭১৪ জন রয়েছেন।