নিউজ ডেস্কঃ সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বেড়েছে ৩৩ বর্গকিলোমিটার। সোমবার (২৬ জুলাই) সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) এক সভায় এই প্রস্তাব অনুমোদন হয়েছে। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানোর সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বাংলানিউজকে বলেন, সোমবার নিকার সভায় সিলেট সিটির আয়তন আরো ৩৩ বর্গ কিলোমিটার বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটা সিলেটবাসীর জন্য অত্যন্ত খুশীর খবর। সিলেট সিটি কর্পোরেশনের আয়তন বৃদ্ধির ফলে সেবা ও চাকরির সুযোগ বাড়বে বলে মন্তব্য করেন তিনি।
সিলেট সিটি কর্পোরেশনের আয়তন ৩৩ বর্গকিলোমিটার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৫৯.৫ বর্গকিলোমিটার। প্রায় দেড়শ বছরের মধ্যে প্রথমবারের মতো এ সিটি কর্পোরেশনের আয়তন বাড়ানো হলো। ১৮৭৮ সালে সিলেট পৌরসভা প্রতিষ্ঠিত হয়। আর ২০০৪ সালে এ শহরকে কর্পোরেশনে রূপান্তরিত করা হয়।প্রাথমিকভাবে এ সিটি কর্পোরেশনকে ১৭৯ বর্গকিলোমিটার করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বাংলাদেশের ক্ষুদ্রতম আয়তনের সিটি কর্পোরেশনগুলোর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন অন্যতম।