News71.com
 Bangladesh
 26 Jul 21, 09:25 PM
 591           
 0
 26 Jul 21, 09:25 PM

ফেসবুকে আগুন লাগার গুজব ছড়ানোয় দায়ে আটক ৭॥

ফেসবুকে আগুন লাগার গুজব ছড়ানোয় দায়ে আটক ৭॥

নিউজ ডেস্কঃ সিলেটে সেনানিবাসে আগুন লাগার গুজব রটাতে ফেসবুকে ভুয়া ছবি দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপরাধে ৭ জনকে আটক করেছে র‌্যাব-৯। রোববার (২৫ জুলাই) সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে ওই মামলায় তাদের গ্রেফতার দেখায় পুলিশ।

গ্রেফতাররা হলেন—আশফাকুর রহমান (৩২), আলাউদ্দিন আলাল (৪৭), রেজা হোসাইন (২০), সোহেল আহমদ, আবুল কাশেম (৩৫), রাজন আহমদ (২৮) এবং মোক্তার হোসেন মান্না (২৮)। র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি ও মিডিয়া) সোমেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।  বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্যের ভিত্তিতে গুজব ছড়ানোয় সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। তারা ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৫, ২৬, ২৯, ৩১, ৩৩, ৩৫ ধারার শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাদের গ্রেফতার করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন