News71.com
 Bangladesh
 27 Jul 21, 11:03 PM
 669           
 0
 27 Jul 21, 11:03 PM

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিতে ডিসিকে ইসির নির্দেশ॥

সিলেট-৩ আসনের উপনির্বাচন স্থগিতে ডিসিকে ইসির নির্দেশ॥

নিউজ ডেস্কঃ আগামী ৫ আগস্ট পর্যন্ত সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের ওপর হাইকোর্টের নিষেধাজ্ঞা আসায় নির্বাচন কমিশন (ইসি) ভোট স্থগিত করেছে। একইসঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেটের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশনাও দিয়েছে।  ইসি উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্দেশনাটি সোমবার (২৬ জুলাই) সন্ধ্যায় সিলেটের ডিসিকে পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে, হাইকোর্টের আদেশ প্রতিপালনার্থে আগামী ২৮ জুলাই অনুষ্ঠিতব্য সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত দিয়েছে কমিশন।  উল্লেখিত সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দিয়েছে ইসি। সিলেটের ডিসি সিলেট-৩ আসনের ভোটে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বও পালন করছেন। এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেনকে প্রথমে নিয়োগ দিয়েছিল ইসি। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় তার পরিবর্তে ডিসিকে দায়িত্ব দেওয়া হয়। ইসরাইল হোসেন গত রোববার (২৫ জুলাই) মৃত্যুবরণ করেন। এ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর গত ১১ মার্চ মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন