News71.com
 Bangladesh
 29 Jul 21, 01:21 PM
 664           
 0
 29 Jul 21, 01:21 PM

স্ত্রীকে হত্যার পর উঠানে মাটিচাপা॥ ৩৬ দিন পর মরদেহ উদ্ধার

স্ত্রীকে হত্যার পর উঠানে মাটিচাপা॥ ৩৬ দিন পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্কঃ মৌলভীবাজারে স্ত্রীকে হত্যার পর নিজ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে রেখেছিল স্বামী। বুধবার (২৮ জুলাই) সকালে মাটি খুঁড়ে মরদেহ উদ্ধারের পাশাপাশি স্বামীকে আটক করেছে পুলিশ।নিহত সুচিত্রা শব্দকর কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখলা চা বাগানের পশ্চিম লাইনের সুবাস বাউরী ওরফে নুনুর স্ত্রী। এ দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন, কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান। তিনি জানান, পারিবারিক কলহের জেরে চলতি বছরের ২৮ জুন নিখোঁজ হন সুচিত্রা শব্দকর। ৩৬ দিন পর বুধবার সকালে তার মেয়ে সীমা শব্দকর স্বীকার করেন- বাবার কুড়ালের হাতলের আঘাতে তার মায়ের মৃত্যু হয়। এরপর মরদেহ বাড়ির উঠানে মাটিচাপা দিয়ে রাখে তার বাবা। এদিকে ঘটনা জানাজানি হওয়ার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে সুবাস বাউরী নুনু। পরে স্থানীয় লোকজন তাকে পাত্রখলা জামে মসজিদ এলাকা থেকে আটক করে গাছে বেঁধে রাখে। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে সুবাস বাউরী নুনু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন