News71.com
 Bangladesh
 13 Aug 21, 11:05 PM
 610           
 0
 13 Aug 21, 11:05 PM

সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু॥

সিলেটে করোনায় আরও ৮ জনের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদিন বিভাগটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৩১ জন।  এর আগে বুধবার (১১ আগস্ট) সিলেট বিভাগে সর্বোচ্চ ২২ জন ও বৃহস্পতিবার (১২ আগস্ট) ২১ মৃত্যু হয়।  শুক্রবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিচালক হিমাংশু লাল রায়ের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া আটজনের মধ্যে সিলেট জেলার ছয়জন, হবিগঞ্জের ও মৌলভীবাজারের একজন রয়েছেন। করোনা আক্রান্ত ৫৩১ জনের মধ্যে সিলেট জেলার ৩৩৬ জন, সুনামগঞ্জের ৬৪ জন, হবিগঞ্জের ৩৬ ও মৌলভীবাজারের ১০৩ জন রয়েছেন।  এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন চার জেলার আরও ১২ করোনা আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, গত বছরের এপ্রিল থেকে অদ্যাবধি সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। এর মধ্যে সিলেট জেলায় ৬৩৭ জন, সুনামগঞ্জে ৬০ জন, হবিগঞ্জে ৪৪ জন, মৌলভীবাজারে ৬৭ জন। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সিলেটের চার জেলার আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন