News71.com
 Bangladesh
 24 Aug 21, 11:37 AM
 611           
 0
 24 Aug 21, 11:37 AM

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদরের॥

সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে প্রাণ গেল দুই সহোদরের॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ধর্মপাশায় বজ্রপাতে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলেন-সাজ্জাদ নূর (৩১) ও রফিক মিয়া (১৩)। সোমবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার কাইল্যানী হাওরে এ ঘটনা ঘটে। নিহতদের বাড়ি উপজেলার মধ্যনগর থানার চামরদানি ইউনিয়নের দুগনই গ্রামে। সাজ্জাদ গ্রামের মলছিব আলী ও রফিক আবুল ফজলের ছেলে।

স্হানীয়রা জানায়, দুপুর থেকে সাজ্জাদ ও রফিক কাইল্যানী হাওরে নৌকায় করে মাছ ধরছিলেন। এ সময় তাদের সঙ্গে ছিল সাজ্জাদের মেয়ে (৭)। বিকেলের দিকে হঠাৎ বজ্রপাত হলে সাজ্জাদ ও রফিক নৌকা থেকে পড়ে নিখোঁজ হন। এ সময় নৌকায় থাকা সাজ্জাদের মেয়ে ছোটমনি নৌকা চালিয়ে বাড়িতে গিয়ে খবর দেয়। খবর শুনে পরিবারের লোকজন ও এলাকাবাসী হাওরে এসে জাল ফেলে অনেক খোঁজাখুজির পর সাজ্জাদ ও রফিকের মরদেহ উদ্ধার করে। মধ্যনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন