News71.com
 Bangladesh
 28 Oct 21, 01:55 PM
 586           
 0
 28 Oct 21, 01:55 PM

সিলেটের দক্ষিন সুরমা সরকারি কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সহপাঠীকে খুন॥

সিলেটের দক্ষিন সুরমা সরকারি কলেজে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সহপাঠীকে খুন॥

নিউজ ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র দুজনই। কিন্তু একজন বয়সে বড় হওয়ায় নিজেকে জ্যেষ্ঠ দাবি করে সহপাঠীর সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এর জেরে একপর্যায়ে সহপাঠীকে ছুরিকাঘাত করে খুন করেন নিজেকে জ্যেষ্ঠ দাবি করা ওই ছাত্র।গত ২১ আগস্ট দুপুরে দক্ষিণ সুরমা কলেজের মেধাবী ছাত্র আরিফুল ইসলাম রাহাতকে (১৮) কলেজ গেটে ছুরিকাঘাত করে খুন করা হয়।এ ঘটনায় মঙ্গলবার (২৬ অক্টোবর) কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকা থেকে প্রধান অভিযুক্ত শামসুদ্দোহা সাদীকে (২৩) গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৭ অক্টোবর) দুপুরে রাজধানীর মালীবাগে সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসএসপি) মুক্তা ধর।তিনি জানান, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারসহ বিচার দাবিতে কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পাঠদান বন্ধ ঘোষণা করে। ঘটনার পর থেকেই সিআইডি ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় কুষ্টিয়ার দৌলতপুর থানাধীন দুর্গম চর এলাকা থেকে মামলার এজাহারভুক্ত প্রধান আসামি শামসুদ্দোহা সাদীকে গ্রেফতার করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন