নিউজ ডেস্কঃ সিলেটে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান ডোবায় পড়ে রুবেল মিয়া (২২) নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩ জন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে সিলেট সদর উপজেলার তেমুখী-বাদাঘাট সড়কের মইয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল সিলেট সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন কামারটিলার মৃত কালা মিয়ার ছেলে। বৃহস্পতিবার বিকেলে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নগরের আম্বরখানা থেকে ছেড়ে যাওয়া একটি পিকআপ ভ্যান বাদাঘাটের দিকে যাচ্ছিলো। পথে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ডোবায় পড়ে যায়। এতে রুবেলসহ অন্তত চার জন শ্রমিক আহত হন। গুরুতর অবস্থায় রুবেলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।