News71.com
 Bangladesh
 23 Mar 22, 08:02 PM
 363           
 0
 23 Mar 22, 08:02 PM

সিলেটে জীবন বিমা গ্রাহকের কোটি টাকা আত্মসাত ঘটনায় দুদকের মামলা॥

সিলেটে জীবন বিমা গ্রাহকের কোটি টাকা আত্মসাত ঘটনায় দুদকের মামলা॥

নিউজ ডেস্কঃ সিলেটে পলিসি জালিয়াত করে গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাত করেছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জীবনবীমা কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা। এ ঘটনায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন বাদী হয়ে সোমবার (২১ মার্চ) জীবন বীমার সিলেটের আঞ্চলিক ব্যবস্থাপক গিয়াস উদ্দিনসহ ৬ কর্মকর্তা-কর্মচারী বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় অভিযুক্তরা হলেন- নগরের আম্বরখানা শামস সুপার মার্কেটের তিনতলায় অবস্থিত জীবন বীমার বিভাগীয় অফিসের ব্যবস্থাপক ম্যানেজার চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার পয়ালী গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন, উচ্চমান সহকারী কুমিল্লা সদরের লালবাগ গ্রামের আলীম উদ্দিন মজুমদারের ছেলে ওয়াহিদুর রহমান মজুমদার, জুনিয়র অফিসার নোয়াখালীর সোনাইমুড়ির মাহুতলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. ফিরোজ আলম, নিম্নমান সহকারী ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগরের কুড়িগ্রামের মৃত নুরুল হকের ছেলে মো. দেলোয়ার হোসেন, উচ্চমান সহকারী সুনামগঞ্জের ছাতকের কাইতকোনা গ্রামের হারিছ আলীর ছেলে আমিরুল ইসলাম ও নিম্নমান সহকারী কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ছোটধুশিয়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. নুরুল ইসলামকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, জীবন বীমা কর্পোরেশনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে ১ কোটি ৪৮ লাখ ৩৫ হাজার ১২ টাকা আত্মসাত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন