নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে হাওরের পাশে ডোবার পানিতে ডুবে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালিবিল হাওরের পাশের ডোবায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হল- দিপু দাসের ছেলে প্রমিত দাস (০৫), প্রদীপ দাসের ছেলে রক্তিম দাস (০৬), দীপক দাসের মেয়ে বৃন্দা রানী দাস (০৭)। তারা প্রতিবেশী ও নিকটাত্মীয় ও সহপাঠী ছিল বলে জানা গেছে। জানা যায়, বেলা সাড়ে ১১টা থেকে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। সকাল গড়িয়ে দুপুর হলেও খোঁজ পাওয়া যায়নি তাদের। এক পর্যায়ে গ্রামের নিকটবর্তী বালি বিলের ডোবায় তাদের মরদেহ পাওয়া যায়। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, আমরা ঘটনাস্থলে রয়েছি। এখন আর বিস্তারিত কিছু বলতে পারবো না। আগে তদন্ত করে দেখি ঘটনা কি।