News71.com
 Bangladesh
 07 Apr 22, 10:44 PM
 388           
 0
 07 Apr 22, 10:44 PM

ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু॥

ছাতকে বালুর নিচে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের ছাতকে বালুর স্তূপের নিচে চাপা পড়ে দুই শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে ছাতক উপজেলার থানার টুক নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত দুই শ্রমিকের নাম ঠিকানা জানা যায়নি। পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের বৃহস্পতিবার সকালেও থানার টুক এলাকায় কাজ করতে যান দুই শ্রমিক। কিন্তু কাজ করার একপর্যায়ে বালুর স্তর ভেঙে পড়লে ওই দুই শ্রমিক বালুর নিচে চাপা পড়েন। পরে অন্য শ্রমিকরা দুই শ্রমিককে অচেতন অবস্থায় উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন