
নিউজ ডেস্কঃ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) দু্ই কর্মকর্তার অপসারণ দাবিতে রোববার (১০ এপ্রিল) থেকে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। বিআরটিএর সিলেটের দুই কর্মকর্তার বদলির আশ্বাস ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পেতে হয়রানি বন্ধে উপ পরিচালকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধমর্ঘট স্থগিত করা হয়। সিলেট সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী কমিটির সভাপতি, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার (০৯ এপ্রিল) বিকেলে ৩টা পর্যন্ত বিআরটিএর সিলেট কার্যালয়ের উপ পরিচালকের সঙ্গে বৈঠক হয়েছে। ওই বৈঠকে উপ পরিচালক তাদের দুটি দাবি মেনে নিয়েছেন। যে কারণে তারা ধর্মঘট স্থগিত করেন।