News71.com
 Bangladesh
 15 Apr 22, 12:38 AM
 411           
 0
 15 Apr 22, 12:38 AM

কালবৈশাখী ঝড়ে ভাঙা গাছের চাপায় ঘুমন্ত মা-ছেলে-মেয়ের মৃত্যু॥

কালবৈশাখী ঝড়ে ভাঙা গাছের চাপায় ঘুমন্ত মা-ছেলে-মেয়ের মৃত্যু॥

নিউজ ডেস্কঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছের চাপায় ঘুমিয়ে থাকা মা ও তার দুই শিশু সন্তানের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলেন সোলেমানপুর গ্রামের মৌসুমা বেগম, তার মেয়ে মাহিমা আক্তার (৪) এবং ছেলে মোহাম্মদ হোসাইন (১)। বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শুশঙ্কর পাল বলেন, ভোরে শিশু সন্তানদের নিয়ে নিজেদের ঘরে ঘুমিয়ে ছিলেন মৌসুমা। এসময় ঝড়ে গাছ ভেঙে মৌসুমাদের টিনের ঘরের ওপর পড়ে। এতে গাছ ও ঘরের চালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মা ও দুই ছেলে-মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন