নিউজ ডেস্কঃ টিকিটের মূল্য তালিকা টানানো না থাকায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোল চত্বরের চারটি বাস কাউন্টারকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে এনা ও হানিফ পরিবহনের কাউন্টারকে পাঁচ হাজার টাকা করে, শ্যামলী পরিবহনের কাউন্টারকে ছয় হাজার এবং মামুন পরিবহনের কাউন্টারকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২১ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এ জরিমানা আদায় করেন। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযানে সহযোগিতা করে। অভিযানে বাস কাউন্টারগুলোতে গিয়ে টিকিটের মূল্য তালিকা টানানো পাওয়া যায়নি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহা এ তথ্য জানিয়েছেন। অধিদপ্তর সূত্রে জানা যায়, ঈদুল ফিতরকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে এ ধরনের অভিযান চলবে।