নিউজ ডেস্কঃ সিলেটে পাইকারি বাজারখ্যাত লালদীঘির পাড় হকার্স মার্কেটে আগুন লেগে পুড়ল শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান। আগুনে শত কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ফলে ঈদের একদিন আগে বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেন মার্কেটটির ব্যবসায়ীরা। রোববার (২ মে) দিনগত রাত ৩টার দিকে ওই মার্কেটের ভেতরে ৫ নম্বর গলিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে সিলেটের সব ক’টি দমকল বাহিনীর সদস্যরা সকাল ৬টা পর্যন্ত চেষ্টা চালিয়েও আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
জানা গেছে, খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালায়। আগুন নেভাতে গিয়ে দেখা দেয় পানি সংকট। ফলে আগুনের তীব্রতা আরও বেড়ে চলে। মার্কেটের ৪, ৫, ও ৬ নম্বর গলিতে পুরোপুরি আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। উপায়ন্ত না দেখে সিলেটের সব উপজেলার দমকল বাহিনীর ইউনিটগুলোকে তলব করা হয়। খবর দেওয়া হয় সুনামগঞ্জ সদর-ছাতকসহ কয়েকটি উপজেলার দমকল বাহিনীর ইউনিটকেও। এছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকেও পানির ব্যবস্থা করা হয়। কিন্তু কোনো সুফল মেলেনি। দমকল বাহিনীর সঙ্গে ব্যবসায়ীরাও আগুন নেভাতে প্রাণান্তর চেষ্টা করেন।