News71.com
 Bangladesh
 20 May 22, 10:44 AM
 1962           
 0
 20 May 22, 10:44 AM

হবিগঞ্জে গভীর রাতে সাড়ে ৪ হাজার লিটার তেল জব্দ।।২ জনের জরিমানা

হবিগঞ্জে  গভীর রাতে সাড়ে ৪ হাজার লিটার তেল জব্দ।।২ জনের জরিমানা

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় একটি গোডাউনে মজুদ করে রাখা ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেল ট্রাকে করে সরিয়ে ফেলার সময় জব্দ করছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তেলগুলো নিলামে বিক্রি করা হয়েছে। সেই সঙ্গে মজুদ করায় জড়িত থাকার অপরাধে দু’জনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজমিরীগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (১৯ মে) দিনগত রাত ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত উপজেলা সদরের লাল মিয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কৃপেশ রায় নামে এক ব্যক্তি গত রমজান মাসে লাল মিয়া বাজারের একটি গোডাউনে সয়াবিন তেল মজুদ করে রাখেন। বৃহস্পতিবার রাতে তেলগুলো ট্রাকে তুলে জেলা শহরে নেওয়া হচ্ছিল। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৪ হাজার ৫৭৩ লিটার সয়াবিন তেলসহ আজমিরীগঞ্জের সমীপুর গ্রামের মৃত সনদ কুমার রায়ের ছেলে সুমন রায় (২৯) ও নগর গ্রামের গোপাল বৈদ্যের ছেলে নেপাল বৈদ্যকে (৩২) আটক করেন। পরে আটক দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। রাতেই জব্দ করা তেলগুলো নিলামে ৩ লাখ ৯৪ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী এ সময় উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন