নিউজ ডেস্কঃ পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের নদ নদীর পানি এখনও বিপৎসীমার ওপরে থাকলেও বিগত দিনের চেয়ে পানি অনেকটাই কমেছে। শনিবার (২১ মে) দুপুরের দিকে জেলা সদরে সুরমা নদীর পানি বিপৎসীমা ২ সেন্টিমিটার ও ছাতকে ১ দশমিক ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে। এদিকে, সুনামগঞ্জ পৌর শহরের মানুষজনের ঘর থেকেও কিছুটা পানি কমতে শুরু করলেও ড্রেনেজ সমস্যা কারণে পানি সরছে না বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।
সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া এলাকার বাসিন্দা সঞ্জয় রায় বলেন, বন্যায় হাওরের পানি জেলা শহরে প্রবেশ করে স্থির হয়ে থেকে যায়, এটার মূল কারণ শহরটির সবগুলো ড্রেন ময়লায় পরিপূর্ণ। শান্তিবাগ এলাকার বাসিন্দা ঝন্টু বর্মন বলেন, বন্যার পানির সঙ্গে তিনদিন ধরিয়া (ধরে) আছি। পানি না নামি যাওনে অনেক কষ্ট করি কাম-কাজও যাওয়া লাগের। অন্যদিকে, হাওরের নিম্নাঞ্চল এলাকায় পানি এখনও না কমায় বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন ক্ষতিগ্রস্তরা। প্রশাসনের পক্ষ থেকে এ ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় খাবার পাঠাচ্ছে জেলা প্রশাসন।