নিউজ ডেস্কঃ সিরাজগঞ্জের কাজিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামীকে নরসিংদী থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। শনিবার (২১ মে) রাত ৯টায় জেলার শিবপুর থানার মজলিশপুর এলাকা থেকে স্বামী নাজমুল হোসেনকে (২১) আটক করে র্যাব-১১ নরসিংদীর একটি চৌকস অভিযানিক দল। রোববার (২২ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ নরসিংদী সিপিএসসির কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌহিদুল মবিন খান। নাজমুল হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার নিশ্চিন্তপুর ইউনিয়নের জুমার খুকশিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাজমুল হোসেনের সঙ্গে সিরাজগঞ্জের কাজীপাড়া থানায় বসবাসকারী মিম খাতুনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্র ধরে তারা ২০২১ সালের নভেম্বর মাসের ১৩ তারিখে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কয়েকদিনের মাথায় নাজমুল এবং তার পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন যৌতুকের জন্য মিমের ওপর নির্যাতন শুরু করে। একপর্যায়ে মিম তার শ্বশুরপক্ষের দাবিকৃত যৌতুকের এক লাখ টাকার কথা বাবা-মাকে জানায়। কিন্তু মিমের বাবা একজন গরিব কৃষক, বিধায় তার পক্ষে যৌতুকের টাকা জোগাড় করা সম্ভব হয়নি। মিম তার বাবা-মায়ের অপারগতার কথা জানালে তার ওপর নির্যাতন বেড়ে যায়।