News71.com
 Bangladesh
 04 Jun 22, 10:49 AM
 1625           
 0
 04 Jun 22, 10:49 AM

ভৈরবে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক।।

ভৈরবে ৮ কেজি গাঁজাসহ যুবক আটক।।

নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে আট কেজি গাঁজাসহ হৃদয় মিয়া (২১) নামে এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ সদস্যরা। শুক্রবার (৩ জুন) দিনগত রাতে ভৈরব রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম থেকে তাকে আটক করা হয়। ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নানসহ সঙ্গীয় রেলওয়ে পুলিশ সদস্যরা এ অভিযানের নেতৃত্ব দেন।

আটক হৃদয় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার গোয়াল নগর এলাকার মোতালেব মিয়ার ছেলে। জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্লাটফর্মে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত আন্তঃনগর ট্রেন থামে। গোপন সংবাদের ভিত্তিতে সে সময় ট্রেনটি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় হৃদয়কে আটক করা হয়। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে আট কেজি গাঁজা জব্দ করা হয়। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদাউস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে জানান, আটক হৃদয়ের নামে নামে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন