News71.com
 Bangladesh
 07 Jun 22, 07:56 PM
 936           
 0
 07 Jun 22, 07:56 PM

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু।।

বানিয়াচংয়ে বজ্রপাতে ২ জনের মৃত্যু।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পৃথক ঘটনায় তাদের মৃত্যু হয়। মারা যাওয়ারা হলেন, উপজেলার এক নম্বর ইউনিয়নের দত্তপাড়া গ্রামের বাসিন্দা আমীর হোসেন তালুকদারের ছেলে ওসমান তালুকদার (২৬) ও পনের নম্বর ইউনিয়নের আরজান উল্লাহর ছেলে রামীম মিয়া (১৬)।
 
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ জানান, দুপুরে ওসামন তালুকদার তার বাড়ির আঙ্গিনায় গরুকে গোসল করানোর সময় বজ্রপাতে মারা যান। একই সময়ে কিশোরদের সঙ্গে বাড়ির পাশের মাঠে খেলাধুলা করছিলেন রামীম। এ সময় বজ্রপাতে আহত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শাহ জহুরুল হোসেন জানান, বজ্রপাতে মারা যাওয়া দুইজনের পরিবারকে ২০ হাজার করে মোট ৪০ হাজার টাকা সরকারী সহায়তা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন