নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার ভোগপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সবুজ মিয়া (৫০) নামে আরেকজন অটোরিকশা যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজ মিয়ার মৃত্যু হয়। নিহত সবুজ মিয়া (৫০) কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের কামালিয়ারচর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে। এদিকে একই এলাকার গুরুতর আহত শরীফ মিয়া ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার (৯ জুন) সকালে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে পিকআপভ্যান-সিএনজি চালিত অটেরিকশার সংঘর্ষ হয়।