News71.com
 Bangladesh
 15 Jun 22, 09:03 PM
 1284           
 0
 15 Jun 22, 09:03 PM

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত।।সুরমার পানি বিপৎসীমার ওপরে 

সুনামগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত।।সুরমার পানি বিপৎসীমার ওপরে 

নিউজ ডেস্কঃ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আবার নদ-নদীর পানি বেড়ে সুনামগঞ্জের চার উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।  সর্বশেষ বুধবার (১৫ জুন) বিকেল থেকে সুরমা নদীর পানি বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাবিত হচ্ছে।  এরই মধ্যে প্লাবিত হয়েছে সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারা বাজারসহ চারটি উপজেলার নিম্নাঞ্চল।  বিগত ২০ দিনের ব্যবধানে আবার বন্যা দেখা দেওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন সুনামগঞ্জের মানুষ।  

সুনামগঞ্জ শহরের উত্তর আরপিন নগর, তেঘরিয়া, বড়পাড়া, মধ্যবাজার, কাজির পয়েন্ট, জগন্নাথবাড়ি রোড, নতুনপাড়া, উকিল পাড়া, ষোলঘর, নবীনগর এলাকায় পানি উঠেছে। এতে করে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থীরা এবং ব্যবসায়ীরা। পানি ওঠায় বাসা থেকে বের হতে পারছেন না অনেকে। জরুরি প্রয়োজনে বের হতে হলে কোন কোনো এলাকায় কোমড় আর কোনো কোনো এলাকায় হাঁটু পানি মাড়িয়ে বের হতে হচ্ছে৷  এজন্য বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। চাকরিজীবী ও স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকরা দাবি জানিয়েছেন, সুনামগঞ্জকে বন্যা দুর্গত এলাকা ঘোষণা করে যেন সাধারণ ছুটি দেওয়া হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন