নিউজ ডেস্কঃ সিলেটের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় স্থানীয় প্রশাসনের পক্ষে উদ্ধার কাজ চালানো অসম্ভব হয়ে পড়েছে। ফলে সেনাবাহিনীর সহযোগিতা চাওয়া হয়।
শুক্রবার (১৭ জুন) সেনাবাহিনী বিভিন্ন উপদ্রুত এলাকায় উদ্ধার কাজ চালায়।
কিন্তু পাহাড়ি ঢল, ভারি বর্ষণে বেড়েই চলছে নদ-নদীর পানি। বন্যার ভয়াবহতা আরও বাড়তে পারে এমন আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ড। এখনো প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আক্রান্ত মানুষের এখন প্রাণে বাঁচার আর্তনাদ। অনেকে গবাদি পশু রেখে প্লাবিত এলাকা ছাড়ছেন না। কিন্তু বন্যার পানি বৃদ্ধির কারণে মানুষের প্রাণ সংহার হতে পারে। আক্রান্ত বেশিরভাগ এলাকায় এখন শুকনো মাটিও নেই। পানিবন্দি লোকজনকে আশ্রয়কেন্দ্রে আনতে উদ্ধার কাজে নামানো হয়েছে সেনাবাহিনী। এ অবস্থায় শনিবার (১৮ জুন) থেকে উদ্ধার কাজে নৌবাহিনীও যুক্ত হওয়ার কথা রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বন্যার্তদের উদ্ধারে শনিবার (১৮ জুন) সকাল থেকে নৌবাহিনীও দুর্গত এলাকায় কাজ শুরুর কথা রয়েছে।