News71.com
 Bangladesh
 23 Jun 22, 11:26 AM
 1914           
 0
 23 Jun 22, 11:26 AM

বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন মেয়র লিটন।।

বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠালেন মেয়র লিটন।।

নিউজ ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য পাঁচ হাজার প্যাকেট খাদ্যসামগ্রী পাঠিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও  রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। রাসিক মেয়রের নির্দেশে বুধবার (২২ জুন) সন্ধ্যায় নগর ভবন থেকে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দুটি ট্রাক খাদ্যসামগ্রী নিয়ে সিলেট ও সুনামগঞ্জের উদ্দেশে রওয়ানা দেন। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে রয়েছে দুই কেজি চিড়া, এক কেজি চিনি, ৫০০ গ্রাম মুড়ি, এক প্যাকেট বিস্কুট, এক বক্স (২০ প্যাকেট) খাবার স্যালাইন, ২৫০ গ্রাম খাগরাই, নাপা ট্যাবলেট, মোমবাতি ও দিয়াশলাই ইত্যাদি।

রাজশাহী সিটি মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও সুনামগঞ্জের বন্যার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের জন্য খাদ্যসামগ্রী পাঠানো হচ্ছে। সিলেট ও সুনামগঞ্জের এই প্রাকৃতিক দুর্যোগকালীন মুহূর্তে সমাজের বিত্তবান মানুষদের বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, দেশের মানুষের যে কোনো সংকটে সব সময় পাশে থাকে গণমানুষের দল আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনাকালীন সংকটে আমরা মানুষের পাশে ছিলাম, এভাবেই আগামীতেও দেশের যেকোন সংকট ও প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে থাকবো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন