News71.com
 Bangladesh
 16 Jul 22, 08:45 PM
 1314           
 0
 16 Jul 22, 08:45 PM

নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত।।

নবীগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।শনিবার (১৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার বেতাপুর গ্রামের মৃত আবুল মিয়ার স্ত্রী বকুল বেগম (৫০), আবুল মিয়ার ভাতিজা জাবেদুর রহমান (৩৮) ও একই উপজেলার দৌলতপুর গ্রামের কাচা মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৮)।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমর চন্দ্র দেব জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশার যাত্রী বকুল বেগম ঘটনাস্থলেই মারা যান। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অটোরিকশা চালক রব্বান মিয়াকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া আহত যাত্রী বেতাপুর গ্রামের জাবেদুর রহমানকে গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন