News71.com
 Bangladesh
 17 Jul 22, 11:08 AM
 1238           
 0
 17 Jul 22, 11:08 AM

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির শোডাউনকে ঘিরে মারামারি ।।

হবিগঞ্জ জেলা ছাত্রলীগ সভাপতির শোডাউনকে ঘিরে মারামারি ।।

নিউজ ডেস্কঃ হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন আরিফ বাপ্পীর ঈদ পরবর্তী শোডাউনকে কেন্দ্র করে সংগঠনটির দুই গ্রুপে মারামারি হয়েছে।  শনিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে বানিয়াচং উপজেলার বড় বাজারে এ ঘটনা ঘটে। মারামারির সময় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী ও সাবেক সদস্য শাহেদুল ইসলাম নয়ন দুই গ্রুপে নেতৃত্ব দিয়েছেন।

জানা গেছে, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফ বাপ্পীর নিজের এলাকা বানিয়াচং উপজেলা। সেজন্য শনিবার দুপুরে তিনি সেখানে ঈদ পরবর্তী শোডাউনের আয়োজন করেন। এ সময় জয় ও নয়ন গ্রুপের কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে রাত সাড়ে ৮টায় দুজনের পক্ষ নিয়ে তাদের অনুসারীরা মধ্যে বড় বাজারের পশ্চিম মাথায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাতাহাতি ও মারামারি করেন। এতে উভয়পক্ষে ৬/৭ জন আহত হন। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়।  এদিকে ছাত্রলীগের একটি সূত্র জানায়, জনাব আলী সরকারি কলেজ ছাত্রলীগের নেতৃত্ব আসার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে এ ঘটনার সূত্রপাত হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন