News71.com
 Bangladesh
 06 Jan 24, 11:52 AM
 778           
 0
 06 Jan 24, 11:52 AM

মধ্যরাতে হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন॥

মধ্যরাতে হবিগঞ্জে ভোটকেন্দ্রে আগুন॥

নিউজ ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাটে মধ্যরাতে একটি ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। তবে সেখানে নির্বাচনি সরঞ্জামাদি না থাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার মধ্যরাতে চুনারুঘাট উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেওয়ার এ ঘটনা ঘটে বলে জানান চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়। তিনি বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি খতিয়ে দেখার পাশাপাশি আইনগত পদক্ষেপ নেওয়া হবে।প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে, আগুন কয়েকটি কক্ষে ছড়িয়েছিল। বেঞ্চসহ অন্যান্য আসবাবপত্র পুড়েছে এতে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন