নিউজ ডেস্কঃ হবিগঞ্জের নবীগঞ্জে ভূমিকম্পের মতো কিছু বসতঘর কেঁপে উঠেছে। এতে অর্ধশতাধিক বসত বাড়িতে ফাটল দেখা গেছে। গতকাল শনিবার দিবাগত রাত ১০টার দিকে বিবিয়ানা গ্যাস ক্ষেত্রের নর্থপ্যাডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ১০টায় আতঙ্কিত হয়ে আশপাশের বাসিন্দারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রের সামনে বিক্ষোভ করেন। পরে স্থানীয় সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী ও প্রশাসনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়।
এলাকাবাসীর অভিযোগ, তীব্র কাঁপুনিতে অর্ধশতাধিক বসত বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বিবিয়ানা গ্যাসক্ষেত্রে প্রতিদিন ৩ থেকে ৪ বার বিকট শব্দ ও অতিরিক্ত কাঁপুনি হয়। এতে মাটি কেঁপে প্রায় অর্ধশত বাড়িতে ফাটল ধরেছে। বিষয়টি একাধিকবার জানালেও বিবিয়ানা কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছেন না। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাশ অনুপ বলেন, পেট্রোবাংলার বিশেষজ্ঞ দল এসে এ ঘটনা পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেবে। এ আশ্বাস দিয়ে লোকজনকে শান্ত করা হয়েছে।