News71.com
 Health
 27 Jul 16, 04:12 PM
 1051           
 0
 27 Jul 16, 04:12 PM

জেনে নিন কোন অ্যালকোহলের কী উপকারিতা....

জেনে নিন কোন অ্যালকোহলের কী উপকারিতা....

অ্যালকোহল সেবন বলতে সবাই মদ্যপানকেই বুঝে থাকেন। অ্যালকোহল মানেই নেশা। আর নেশা মানেই ক্ষতিকর। কিন্তু জানেন কী এটি সম্পূর্ণ ভুল ধারণা। কারণ পরিমিত পরিমাণে অ্যালকোহল গ্রহণ স্বাস্থের জন্য বেশ উপকারী।পরিমিত পরিমাণে পান করলে সব ধরনের অ্যালকোহলেরই রয়েছে নিজস্ব স্বাস্থ্যগুণ। জেনে নিন কোন অ্যালকোহল কী উপকারীতা ?
০১. রাম: গলা ব্যথা বা গলার ইনফেকশন কমাতে সাহায্য করে রাম।
০২. শ্যাম্পেন: হার্টের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে শ্যাম্পেন।
০৩. রেড ওয়াইন: হাইপারটেনসনের সমস্যা কাটাতে দারুণ উপকারী রেড ওয়াইন।
০৪. হুইস্কি: ওজন কমাতে সাহায্য করে হুইস্কি।
০৫. টেকিলা: কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে টেকিলা।
০৬. ভদকা: দাঁতের যন্ত্রণা উপশমে ভাল কাজ করে ভদকা।
০৭. ব্র্যান্ডি: বয়স ধরে রাখতে বুড়িয়ে যাওয়া রুখতে সাহায্য করে ব্র্যান্ডি।
০৮. বিয়ার: মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায় বিয়ার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন