News71.com
 Health
 11 Sep 16, 05:29 PM
 922           
 0
 11 Sep 16, 05:29 PM

অ্যান্টিব্যাক্টেরিয়াল হ্যান্ডওয়াশে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে!

অ্যান্টিব্যাক্টেরিয়াল হ্যান্ডওয়াশে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে!

নিউজ ডেস্ক : খেতে বসার আগে ভালো করে হাতটা ধুয়ে নিলেন। সাবধানের মার নেই! তাই শুধু জলে হাত না ধুয়ে, ভালো নামীদামী কোম্পানির হ্যান্ডওয়াশটা দিয়ে হাত ধুলেন।

আপনার হাত একেবারে, ৯৯%, 'জীবাণুমুক্ত' হয়ে গেল। এবার আপনি 'নিশ্চিন্ত মনে' পছন্দসই খাবারটা খেয়ে নিলেন। এটা করছেন...এটা ভাবছেন...তাহলে? একদমই ভুল করছেন। একদমই ভুল ভাবছেন। কারণ?


হ্যান্ডওয়াশে ভালোর চেয়ে খারাপটাই হচ্ছে বেশি। কীরকম? বিশেষজ্ঞদের ভাষায়, 'জীবাণুদের জন্মাতে এবং বেড়ে উঠতে সাহায্য করছে অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান বা হ্যান্ডওয়াশগুলি।' কীভাবে? তাঁরা বলছেন, এধরনের হ্যান্ডওয়াশগুলি জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। যার প্রভাব অনেকক্ষণ থাকে। কিন্তু বারবার এই হ্যান্ডওয়াশগুলি ব্যবহারের ফলে মানুষের স্বাভাবিক প্রতিরোধক্ষমতা কমে যায়। তখন আর সে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারে না।

অন্যদিকে, অ্যান্টিব্যাকটেরিয়াল হ্যান্ডওয়াশের সঙ্গে 'লড়াইয়ে জেতা'র জন্য নিজেদের গঠনচরিত্রও বদলে ফেলে জীবণু বা সুপারবাগগুলি। যার ফলে আমাদের মধ্যে সংক্রমণের সম্ভাবনা কমার বদলে উল্টে বেড়ে যাচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন