News71.com
 Health
 12 Mar 16, 06:23 AM
 1237           
 0
 12 Mar 16, 06:23 AM

বাংলাদেশে বয়স্কদের পাশাপাশি বাড়ছে শিশু হৃদরোগীর সংখ্যা ।।

বাংলাদেশে বয়স্কদের পাশাপাশি বাড়ছে শিশু হৃদরোগীর সংখ্যা ।।

নিউজ ডেস্ক : বাংলাদেশে দিন দিন বয়স্কদের পাশাপাশি শিশু হৃদরোগীর সংখ্যা বেড়েই চলছে বলে মন্তব্য করেছেন হৃদরোগ বিশেষজ্ঞরা। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে 'পেডিয়াট্রিক কার্ডিয়াক সোসাইটি অব বাংলাদেশ' আয়োজিত '২য় বৈজ্ঞানিক সম্মেলনে' এ তথ্য দেন তারা।

সন্মেলনে বক্তারা বলেন, রোগীর তুলনায় বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কম থাকায় সহজে হৃদরোগীদের সনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। বাংলাদেশে হৃদরোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতিটি সরকারি মেডিকেল কলেজে পেডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগ চালু করতে সরকারের প্রতি আহ্বানও জানান সম্মেলনে অংশ নেয়া বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন